শাজাহানপুরে দুবলাগাড়ী ডিগ্রি কলেজে প্রতিষ্ঠাতা সদস্যর স্মরণে সভা ও দোয়া
বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম নুরুল ইসলাম ফকির সাহেব এর স্মরণ সভা ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের সেমিনার রুমে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
স্মরণ সভায় কলেজের অধ্যক্ষ রাসেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ।
পরে প্রতিষ্ঠাতা সদস্যর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন কলেজের সহকারী অধ্যাপক খান মোহাম্মদ আইনুল হক,প্রভাষক মশিউর রহমান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক শাহিদা নাসরিন, প্রভাষক আবু হেনা মোস্তফা কামাল, প্রভাষক খোরশেদ আলম, প্রভাষক শহিদুর রহমান, প্রভাষক মামুনুর রহমান, যুবলীগের সদস্য আপেল মাহমুদ সহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি