পঞ্চগড়ে আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতায় চ্যম্পিয়ন পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়
পঞ্চগড়ে মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃ স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অগ্নিশিখা ডিবেটিং সোসাইটির আয়োজনে রোববার দিনব্যাপী ওই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন তরুণ-তরুণী প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতায় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনকে পরাজিত করে পঞ্চগড় পৌর আর্দশ উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের বক্তা সুমাইয়া বিনতে গনি প্রমি। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদুল হাসান। সভায় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের ইসলামসহ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন। এসময় অগ্নিশিখা ডিবেটিং সোসাইটির আহ্বায়ক আহনাফ শাহরিয়ার সোহাগ, যুগ্ম আহ্বায়ক আফিয়া হাসান শ্রেষ্ঠা, সামস আল সিয়াম, সদস্য সচিব শাদমান ফিদা ইসলাম অয়ন, সংগঠনটি সকল সদস্যবৃন্দ, বির্তকে অংশ নেয়া স্কুলের প্রতিযোগী, শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জহুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক চর্চার জন্য একটি করে ডিবেটিং কাব থাকা প্রয়োজন। এ ধরনের একটি প্রতিযোগিতার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক।

পঞ্চগড় প্রতিনিধি