বগুড়া মোটর মালিক গ্রুপের নির্বাচনের চুড়ান্ত তালিকা প্রকাশ
বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচনে সোমবার চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চুড়ান্ত তালিকায় ৩৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। ১৪ ডিসেম্বর মঙ্গলবার প্রার্থীপদ প্রত্যাহারের দিনক্ষণ রয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে ১৯ টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যাচাই বাছাই শেষে ৫৮২ জন ভোটারের নাম চুড়ান্ত করা হয়। এসবের পূর্বে খসড়া ভোটার এবং পরে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের আহবায়ক খোরশেদ আলম জানান, মোটর মালিক গ্রুপের নির্বাচনে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পরিবহন মালিকরা সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করতে ৫৪ জন মনোনয়ন ফরম উত্তোলন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৮ জন মনোনয়ন পত্র দাখিল করে। দাখিলকৃত সকল মনোনয়ন বৈধ হলে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, ৯ ডিসেম্বর যাচাই বাছাই, ১০ ডিসেম্বর দাখিলকারীদের নাম প্রকাশ শেষে ১৩ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ১৪ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিন নির্ধারিত রয়েছে। ২৮ ডিসেম্বর গোপন ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তি