নীলফামারী জেলা মটর ইউনিয়নের সভাপতি মরহুম বাদলের ১ম মৃত্যুবার্ষিকী পালন
নীলফামারী জেলা বাস - মিনিবাস শ্রমিক ইউনিয়নরে সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম আখতার হোসেন বাদলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সন্ধ্যায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনের শ্রমিক ভবনে ওই স্মরণ সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ার মুজিবুদ্দৌলা জকি’র সভাপতিত্বে উক্ত স্মরণ সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, মরহুম আখতার হোসেন বাদলের সহধর্মিনী ও সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, রাজশাহী বিভাগীয় কমিটির সবাপতি মো. রফিক, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠু, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস,এম মতিউজ্জামান মতি, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন সরকার প্রমূখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, পরিবহন শ্রমিক নেতা আখতার হোসেন বাদল একজন প্রকৃত ও শ্রমিক দরদী নেতা ছিলেন। তিনি সংগঠন ও শ্রমিকদের জন্য সব সময় নিবেদিত ছিলেন। শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাবা নিয়ে অনেক জেলজুলুুম ও নির্যাতনে শিকার হয়েছে তিনি। তারপরও তিনি কখনো তার অবস্থান থেকে বিন্দুমাত্রও পিছপা হয়নি। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পরিবহন শ্রমিকদের স্বার্থে ও কল্যাণে কাজ করে গেছেন। শ্রমিক ও সংগঠনের জন্য তাঁর যে ত্যাগ তিতিক্ষা তা বলে শেষ করার মতো নয়। স্মরণসভা শেষে সেখানে মরহুম আখতার হোসেন বাদলের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: