সৈয়দপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সোমবার নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড এবং উচ্চ ফলনশীল জাতের ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ওই কৃষি উপকরণ বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. আলেমুল বাসারসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সর্বমোট সুবিধাভাগেী কৃষক-কৃষাণীর সংখ্যা দুই হাজার ছয় শত জন। তন্মধ্যে পাঁচটি ইউনিয়নে দুই হাজার ৪শ’ ৮০জন এবং পৌরসভা এলাকায় ৩শ’ ২০জন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণপ্রাপ্ত সুবিধাভোগীদের মধ্যে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ২৭০ জন কৃষক বোরো হাইব্রিড ধান বীজ এবং ১৭০ জন বোরো উফশী ধান বীজ, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ২৮০জন বোরো হাইব্রিড ধান বীজ এবং ১৮০ জন বোরা উফশী ধান বীজ, বাঙ্গালীপুর ইউনিয়নের ১৭০ জন বোরো হাইব্রিড ধান বীজ এবং ১৬০ জন বোরো উফশী ধান বীজ, বোতলাগাড়ী ইউনিয়নের ৩ শ’ জন বোরো হাইব্রিড ধান বীজ এবং ১৯০জন বোবো উফশী ধান বীজ, খাতামধুপুর ইউনিয়নের ২৮০ জন বোরো হাইব্রিড ধান বীজ এবং ১৮০ জন বোরো উফশী ধান বীজ পাবেন।
এছাড়াও সৈয়দপুর পৌরসভা এলাকায় বোরো হাইব্রিড ধান বীজ ২ শ’ জন এবং বোরো উফশী ধান বীজ ১২০ জন পাবেন। আর বোরো হাইব্রিড জাতের ক্ষেত্রে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য দুই কেজি হাইব্রিড ধান বীজ এবং বোরো উফশী জাতের ক্ষেত্রে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য পাঁচ কেজি বোলো উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি