বগুড়ায় বেকারী ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের অভিষেক
শ্রমিকদের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বগুড়া সদর উপজেলা বেকারী ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটি।
সোমবার বিকেলে উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রাসেল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি মো. আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও বিশ্ব শ্রম বাজারে শ্রমিকদের মূল্য যথেষ্ট রয়েছে। দক্ষ শ্রমিকরা কখনও বেকারত্বের অভিশাপে পড়বে না। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। দক্ষ শ্রমিক গড়তে এ সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা দক্ষ শ্রমিক তৈরি করে বিভিন্ন দেশে কর্মসংস্থানের সৃষ্টি করছে। এতে দেখা যায় শ্রমিকরাও যেমন লাভোবান হচ্ছে দেশও রেমিটেন্স পাচ্ছে।
নব-নির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, নেতৃত্ব একটা সম্মানের জায়গা। এ সম্মানটুকু তখনই সমৃদ্ধ হবে যখন আপনারা শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকবেন। তারা বড় আশা করে আস্থা রেখে আপনাদের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করেছেন।
অন্যান্যের বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব লোকমান ফারুক, হোটেল শ্রমিক নেতা শাহ আলম খোকনসহ জেলা শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি