বানারীপাড়ায় মডেল মসজিদ নির্মাণে প্রস্তাবিত স্থান পরিদর্শনে অতিরিক্ত ধর্ম সচিব
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. আউয়াল হাওলাদার বরিশালের বানারীপাড়ায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ সংলগ্ন প্রস্তাবিত স্থান পরিদর্শণ করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তাবিত এ স্থান পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপ-সচিব দেলোয়ার হোসেন মোল্লা, পিডব্লিউডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. নজিবর রহমান,বরিশালের নির্বাহী প্রকৌশলী জেরল অলিভার গুদা,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি মো. হেলাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি