শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ এর নানা আয়োজন
প্রতিবারের মতো এবারো বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ ও ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট যৌথভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে আলোচনা সভা, চিত্রাংকন, রচনা, স্বরচিত কবিতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ভিভিয়ান রিওন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
বুদ্ধিজীবীদের স্মরণে আজ যে দিবস পালিত হচ্ছে, তা সার্থক হবে, যদি আমরা তাঁদের উদার মানবিক চিন্তা ও আদর্শকে ধারণ করতে পারি। তাঁরা যে উন্নত দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথ ধরেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাঁদের আদর্শ হোক আমাদের পাথেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের মনিটরিং ও ইভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আক্তার।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি