মুক্তির দাবিতে হিলি বন্দরগেটে ভারতীয় ট্রাক চালকদের আন্দোলন
মক্তির দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর গেটে দুই ঘন্টাব্যাপি আন্দোলন ও বিক্ষোভ করেন আটকা পড়া ভারতীয় ট্রাক চালক-হেলপাররা। প্রায় ১০ থেকে ৩০ দিন নাগাদ বন্দি অবস্থায় অবস্থান করছেন তারা, খাবার ফুরিয়ে গিয়ে অনেকেই অনাহারা দিনাপাতি করছেন তারা, এমনটিই অভিযোগ এসব আন্দোলনকারী ভারতীয় ট্রাক চালক-হেলপারদের।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ থেকে দুপুর আড়াই পর্যন্ত হিলি বন্দরের ২ নং গেট বন্ধ করে আন্দোলন করেন তারা।
সরেজমিনে গিয়ে জানা যায়, ১০ থেকে ৩০ দিন যাবৎ প্রায় ১৫০ টি পণ্যবাহী ট্রাক লোড অবস্থায় বন্দরে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন গাড়িগুলো মালমাল খালাস না হওয়ায় বিপাকে পড়ে আছে ভারত থেকে আসা ট্রাক চালক-হেলপাররা। তাদের সঙ্গে করে আনা নিত্যপ্রয়োজনীয় খাদ্য-খাবার শেষ হয়ে গেছে। বন্দরের গেট থেকে তাদের বাহিরে বেড় হতে দেওয়া হচ্ছে না। দেখা গেছে অনাহারে থাকায় একজন ট্রাক চালক অসুস্থ হয়ে গেটে পড়ে আছে। তবে এসব আন্দোলন কারীরা ভারতীয় ব্যবসায়ীদের এই নাজেহালের জন্য দায়ি করছেন।
কার্তিক রায় নামের একজন ভারতীয় ট্রাক চালক বলেন, আমি আজ থেকে ২৮ দিন ধরে পণ্য বোঝায় ট্রাক নিয়ে এই বন্দরে অবস্থান করছি। আমার গাড়িতে গম বোঝায় করা আছে, কবে খালাস করা হবে তাও জানি না। আমারও তো মানুষ, আমাদেরও তো বৌ-বাচ্চা আছে।
সুশীল দাস বলেন, গতকাল আমার কাকা মারা গেছে, আমি যেতে পারছি না। বাংলাদেশ থেকে অনুমতি পেলেও ভারতের বিএসএফ অনুমতি দিচ্ছে না।
আরও কয়েক জন ভারতীয় ট্রাক চালক বলেন, অনেক দিন আমরা এদেশে আসছি, কাছে যা ছিলো তা শেষ হয়ে গেছে। আমরা আজ বন্দি মানুষের মতো এখানে বন্দি আছি। আমাদেরও তো ঘর-বাড়ি, ছেলে-মেয়ে আছে, তারা তো অনেক চিন্তা-ভাবনায় আছে। বাংলাদেশের অন্যান্য বন্দরে এধরনের সমস্যা নেই।
এবিষয়ে হিলি স্থলবন্দরের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বলেন, অনেক দিন থেকে ভারতীয় ট্রাক চালকরা এখানে অবস্থান করছেন। তাতে তাদের অনেক সমস্যা হচ্ছে, আমদানি কারকরা তাদের গাড়ির মালামাল আনলোড করছেন না। এই কারণে ভারতীয় চালকরা আন্দোলন করছেন।
তবে তাদের বলা হয়েছে আজ থেকে বন্দরে অবস্থানরত গাড়িগুলোর মধ্যে প্রতিদিন ১০ থেকে ১২টি গাড়ি আনলোড করা হবে।
তিনি আরও বলেন, এই প্রতিশ্রুতিতে ভারতীয় ট্রাক চালকরা শান্ত হন।

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ