শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীরা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধা শুন্য করতে দেশের বুদ্ধিজীবিদের নির্বিচারে হত্যা করে। ১৪ ডিসেম্বর জাতির এই মহা মানবদের স্মরণ করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যে পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
দিবসটি উপলক্ষে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ