ধুনটে বিদ্যুৎস্পর্শে মিস্ত্রির মৃত্যু
বগুড়ার ধুনট উপজেলায় গোয়াল ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে রাজু আকন্দ (২২) নামে এক বৈদ্যুতিক মিন্ত্রির মৃত্যু হয়েছে। নিহত রাজু আকন্দ (২২) উপজেলার নিমগাছি ইউনিয়নের উত্তর বেড়েরবাড়ি গ্রামের ইয়াসিন আলী ছেলে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উত্তর বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে রাজু আকন্দ উত্তর বেড়েরবাড়ি গ্রামের নবাব আলীর গোয়াল ঘরে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার কাজ করতে যান। বিদ্যুতের তার ও সুইট বোর্ড লাগানো শেষে বিদ্যুৎ সংযোগ চালু করে পরীক্ষা করতে থাকেন। এসময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পর্শে হয়ে পড়েন রাজু আকন্দ।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে সোমবার রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিদ্যুৎস্পর্শে মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় রাজুর মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক