পঞ্চগড়ে প্রশিক্ষিত যুবদের ঋণের চেক বিতরণ ও বেকার নারীদের সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিজয়ের সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ ও বেকার নারীদের ভ্রাম্যমান নকশি কাঁথা সেলাই কোর্সের উদ্বোধন করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পে ১৬ জন যুব পুরুষ ও নারীর মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ৩০ জন করে দুইটি ব্যাচে ৬০ জন বেকার নারীকে নিয়ে ভ্রাম্যমান নকশি কাঁথা সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি