শাজাহানপুরে ইউসিসিএ লিঃ সাধারণ সভা অনুষ্ঠিত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইউসিসিএ লিঃ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ২ টায় ইউসিসিএ লিঃ হলরুমে সমিতি সদস্যদের নিয়ে এ সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউ.সি.সি.এ চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুস জহুরা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী,জুনিয়র অফিসার (হিসাব) আব্দুর রহিম,পরিদর্শক হারুন রশীদ,মাঠ সংগঠক কামাল হোসেন সহ সুফলভোগী সমিতির সদস্যগণ উপস্থিত।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি