স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মারধর ও চাঁদা দাবীর অভিযোগ
বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশের (৩৮) বিরুদ্ধে আর এম এইচ এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে মারধর ও চাঁদা দাবীর অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে আর এম এইচ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম শাহ বাদী হয়ে শাজাহানপুর থানায় এই অভিযোগ দায়ের করেন।
আব্দুর রহিম শাহ জানান, তিন মাস আগে উপজেলার রানীরহাট বাজার এলাকায় তার ১৩ শতক নিজস্ব জমির উপর আর এম এইচ এগ্রো লিমিটেডের স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। এক সপ্তাহ আগে উপজেলার বয়রাদীঘি গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশ তার কাছে টাকা দাবী করেন। বুধবার সকাল ১০টার দিকে আমিনুল ইসলাম আকাশ ও তার ছোটভাই আরাফাত রহমান (২৫), একই গ্রামের আবু সাঈদের ছেলে সুমন হোসেন (২৪), আহাদ আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও আব্দুস সামাদের ছেলে আরিফুর রহমান (২৩) সহ ৩/৪ জন দলবদ্ধ হয়ে প্রতিষ্ঠানে এসে বলে নির্মাণ কাজ করতে চাইলে টাকা দিতে হবে। না হলে কাজ বন্ধ কর। টাকা দিতে রাজি না হলে তারা তাকে মারধর করে এবং গলায় চাকু ধরে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
জেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশ জানান, নির্বাচনী প্রতিহিংসার জের ধরে তার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কাউকে মারধর বা চাঁদা দাবী করা হয়নি।
থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি