শাজাহানপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়নে শেখ রাসেল টুর্নামেন্ট-২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বনভেটী আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে পারতেখুর পাথরখুটি ফুটবল একাদশ বনাম ধুনট কালের পাড়া দাদাভাই ক্লাব অংশ নেয়। খেলায় পারতেখুর পাখরখুটি একাদশে ২-১ গোলে হারিয়ে ধুনট কালের পাড়া বিজয়ী গৌরব অর্জন করে ।
টুর্নামেন্ট উদ্বোধক হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
খেলা শেষে বিজয়ী দলকে প্রধান অতিথি হিসেবে প্রথম পুরস্কার ষাঁড় গরু তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও খরনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ভি.পি সাজেদুর রহমান সাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আফ্দুল্লাহ আলমামুন,মাঝিরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান,আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল,আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি