বগুড়ায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
বগুড়ায় ৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দু'জনকে গ্রেফতার করেছ র্যাব। বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় সদর উপজেলার মাটিডালি বিমান মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মৃত হাসান আলীর ছেলে আব্দুল জলিল (৩৫) ও সিলেট জেলার মংলা বাজার উপজেলার মৃত আসাব আলীর ছেলে লায়েক আহম্মেদ (৩২)।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পঞ্চগড় থেকে যাত্রীবাহী বাসে ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে তাদের একটি অভিযানিক দল মাটিডালি বিমান মোড়ে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বাসে তল্লাশি শুরু করে। পরে জলিল ও লায়েকের কাছ থাকা ব্যাগ থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াডন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেফতার দু'জনে মাদক ব্যবসা করেন। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

অনলাইন ডেস্ক