বগুড়ায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আজ বগুড়ায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে।
ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তির ফুলবাড়ীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলতে প্রথমে পুর্ষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক, এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অংঙ্গ সংগঠন।
সকাল ৮ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে। এছাড়া শুটিং প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা, মসজিদ, মন্দির, প্যাগোডা, গীর্জা সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

ষ্টাফ রিপোর্টার