পোরশায় মহান বিজয় দিবস উদযাপন
নওগাঁর পোরশায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা দলিল লেখক সমিতি, উপজেলা আদিবাসী পরিষদসহ সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক কর্মসূচি।
সকালে উপজেলার সারাইগাছী বাজারে অবস্থিত বিজয়স্তম্ভে প্রথমে খাদ্যমন্ত্রী ও স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদারের পক্ষে, পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অংগসংগঠন, উপজেলা দলিল লেখক সমিতি, উপজেলা আদিবাসী পরিষদ ও বিভিন্ন ব্যাক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসেন, উপজেলা সহকারী সাব-রেজিস্ট্রার খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহম্মেদ প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি