পঞ্চগড়ে পালিত হল স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বিজয় দিবস
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বিজয় দিবস পালিত হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির শুভ সূচনা হয়।
এর পরই শহীদ মু্িক্তযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা মু্িক্তযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পঞ্চগড় প্রেসকাবসহ জেলার সামাজিক সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পুস্পমাল্য অপর্ণ শেষে সকল শহিদদের রুহের মাগফেরাত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনাসভা, প্রীতি ফুটবল ম্যাচ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

পঞ্চগড় প্রতিনিধি