নবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত
দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনীর মধ্যদিয়ে মহান বিজয় দিবসের শুভ সুচনা করা হয়।
পরে দিবসের প্রথম প্রহরে স্থানীয় স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেশ সোম ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর পরে একে একে মুক্তিযোদ্ধা, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নিহতদের স্মরনে বিশেষ দোয়া কামনা করা হয়।
এর পরে সকাল ৯টায় নবাবগঞ্জ হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা ভূমি কর্মকর্তা কামরুজ্জামান সরকার, নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহীদসহ অনেকেই।
এর পরে সকাল ৯টায় নবাবগঞ্জ হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা ভূমি কর্মকর্তা কামরুজ্জামান সরকার, নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহীদসহ অনেকেই।

দিনাজপুর প্রতিনিধিঃ