সাপাহারে মহান বিজয়ের ৫০ তম সুবর্ন জয়ন্তী উদযাপন
নওগাঁর সাপাহারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি,এম,এস,এফ'র মহান বিজয়ের ৫০ তম সুবর্ন জয়ন্তী উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা জিরো পয়েন্ট মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান বিজয়ের ৫০ তম সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাপাহার শাখার সভাপতি সাংবাদিক হাফিজুল হক,সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সাদেক উদ্দিন ও নবীবর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম ও সাংবাদিক জুয়েল মাস্টার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, তথ্যপ্রযুক্তি ও আইসিটি সম্পাদক রনি, কোষাধক্ষ্য সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএমএসএফ সাপাহার শাখার সকল সদস্যগণ সরকারি নানা কর্মসূচিতে যোগদান করেন। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে থানা চত্বরে ৫০ বার তোপধ্বনি, জাতির পিতার প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলার সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী,চলচ্চিত্র প্রদর্শনী,বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা, বিভিন্ন স্থানে উন্নত খাবার পরিবেশন,জাতীয় শপথ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন আয়োজিত সকল কর্মসূচিতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও নার্গিস সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা সারোয়ার। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা সহ উপজেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্যা জনসাধারণ উপস্থিত ছিলেন।
শেষে সাপাহার উপজেলা বিএমএসএফ আয়োজিত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয় আলোচনা সভায় শাখার সভাপতি সাংবাদিক হাফিজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরীর পরিচালনায় বক্তারা বলেন স্বাধীনতার ৫০ বছরে আজও স্বাধীনতা পায়নি সাংবাদিকরা। নেই সাংবাদিকদের জন্য যুগোপোযোগী আইন। আজও সাংবাদিকরা পরাধীন। বিজয়ের এই দিনে সাংবাদিক সুরক্ষা আইন, পেশাগত মর্যাদা ও সাংবাদিক নীতিমালা সহ ১৪ দফা বাস্তবায়নের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাপাহার শাখার নেতৃবৃন্দ।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি