সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়া ওয়াইএমসিএ এর সকল সদস্যদের পরিবার বর্গ ও সকল স্তরের কর্মীবৃন্দের সংস্থার ক্যাম্পাসে মহান বিজয় দিবসে ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগতায় অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মি. দিলীপ মারান্ডী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই খেলা প্রেমী ও ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুন:গঠন করেন। ধ্বংসপ্রাপ্ত রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, রেল লাইন পোর্ট স্বচল করে অর্থনীতিতে গতি সঞ্চর করেন। মাত্র ১০ মাসে তাঁর নির্দেশনায় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের সংবিধান প্রনীত হয়। ১৯৭৫ সারে জিডিপি প্রবৃদ্ধির হার ৯শতাংশ অতিক্রম করে। তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর উন্নয়নের গতিকে আরো বেগবান করেছেন। ২০৪১ সালের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা ও দারিদ্রমুক্ত ও উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা হলো বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন। এ অর্জনকে অর্থবহ করতে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে ও জানাইতে হবে।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রভাতফেরী শেষে বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট পৃথকভাবে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে। পুম্পস্তবক শেষে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী দেয়ালিকার উন্মোচন করেন। এতে বঙ্গবন্ধু, স্বাধীনতার ৫০ বছর, বঙ্গবীর, রাসেল তুমি, ৭৫ এর কাল রজনী, নীল বেদন, শেখ রাসেলসহ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের লেখা কবিতাগুলি স্থান পায়। এছাড়াও গ্রাম-বাংলার দৃশ্য স্মৃতি সৌধ এবং শপথ ও নীতি বাক্য এ দেয়ালিকায় প্রকাশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি