মহান বিজয় দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস এর ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বগুড়া জেলা সংসদের উদ্যোগে জেলা কার্যালয়ে বগুড়া জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে এবং জেলা সংসদের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি নাদিম মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাওন পাল, সাবেক সহ-সভাপতি মিঠুন পাল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ, কোষাধ্যক্ষ বায়েজিদ রহমান, দপ্তর সম্পাদক নিয়ামুল ইসলাম আকিব,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নাইম ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ সুজন, আজিজুল হক কলেজ সংসদের সভাপতি আরমানুর রশিদ, শাহ সুলতান কলেজ সংসদের সহ-সভাপতি সুজয় কুমার পাল, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন, সদস্য প্রান্ত প্রমুখ।
আলোচকরা বলেন " আমরা বিজয় এর সুবর্ণ দিবস উদযাপন করছি কিন্তু এখনও স্বাধীনতার স্বপ্ন সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার চার মূলনীতি ধর্মনিরেপক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্রের স্বপ্ন নিয়ে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ বীরযোদ্ধাদের জীবন উৎসর্গ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। কিন্তু ৫০ বছর পর এসেও আমরা আমাদের মুক্তিযুদ্ধের মূল সুফল পাইনি।"
বক্তারা আরও বলেন, "ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ এবং ৭২ এর মূল নীতি বাস্তবায়ন করতে হবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, পাকিস্তান ও তাদের দোসরসর মৌলবাদী গোষ্ঠী দীর্ঘ ৫০ বছর পরও তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখে বাংলাদেশের অগ্রযাত্রা কে ব্যাহত করছে এবং রাজনৈতিক বিভেদ তৈরি করার মাধ্যমে বিশৃংখলা তৈরির চেষ্টা চালাচ্ছে। তবুও সরকার মৌলবাদী হেফাজত ইসলাম কে তোশামোদ করছে। হেফাজতের প্রেসক্রিপশনে পাঠ্যপুস্তক থেকে তুলে দেয়া হয়েছে প্রগতিশীল লেখকদের লেখা। আমরা ২০২২ সালে নতুন বছরে পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা যুক্ত করার আহবান জানাচ্ছি। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষ কে হয়রানি বন্ধের আহবান জানাচ্ছি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি। একইসাথে সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়ক এর চলমান আন্দোলনে ছাত্ররা যে দাবি তুলেছে সারাদেশে সকল গণপরিবহনে সকল শিক্ষার্থীর জন্য হাফ ভাড়া, সকল শিক্ষার্থীদের জন্য হেলথকার্ড, আগামী ২০২২ সালে শিক্ষার্থীর সেশন ফি মওকুফ ও একই ধারার গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। "

প্রেস বিজ্ঞপ্তি