বগুড়ার শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন
বগুড়ার শেরপুরে বর্ণিল আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই উপজেলার মানুষ যেমন মেতেছেন বিজয়ের আনন্দে, তেমনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের। বিজয়ের প্রথম প্রহরে পঞ্চাশবার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার ও পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির সূর্য সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, বিএনপি, শেরপুর প্রেসক্লাব, ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান। সকাল সাড়ে আটটায় শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ অভিবাদন গ্রহন করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান আলোচনসভা করা হয়।
বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই শপথবাক্য পাঠ করান। এতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ নির্ধারিত আসনে ক্যাপ, জাতীয় পতাকা ও মাস্ক পরিধানপূর্বক অবস্থান নিয়ে এই শপথ নেন। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের স্ব-স্ব বাহিনীর ইউনিফর্মে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি