বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় দিবস পালন
নানা আয়োজনের মধ্যে দিয়ে তিনদিনব্যাপী মহান বিজয় দিবস পালন শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া। বিজয় দিবসের শুরুতে বৃহস্পতিবার সকাল ৮টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজয়ের ৫০ বছর বা সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল ১০ টায় একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ খোকন পার্কে বিজয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বক্তব্য রাখেন জোটের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম। সকালে বিজয় মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী। এসময় জোটের কার্য নির্বাহী সদস্যগণ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসের প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উচ্চারণ একাডেমী, গীতিচর্চা সঙ্গিতালয়, হিন্দোল সাংস্কৃতিক একাডেমী, বগুড়া থিয়েটার ও নবগীতি সঙ্গিত একাডেমী।

ষ্টাফ রিপোর্টার