সাপাহারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হলরুমে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার প্রমুখ।
এ সময় এনজিও প্রতিনিধি পবিত্র কুমার এর পরিচালনায় উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, এনজিও কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি