বিরামপুরে‘আলহাজ্ব গুল মোহাম্মদ মিয়াস্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিরামপুর পৌর শহরের ঐতিহ্যবাহী আনসার মাঠে টুর্নামেন্টের ফাইনাল এ খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজক ছিলেন বিরামপুর পৌরসভার পৌর মেয়র অধ্যাপক আককাস আলী।
ফাইনাল খেলায় ঘোড়াঘাট ফুটবল একাডেমি ৩-২ গোলে নবাবগঞ্জ ক্লাব এন্ড লাইব্রেরীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ট্রফির সাথে ৩৫ হাজার টাকার প্রাইজ মানি ও রানার্সআপ দলকে ট্রফির সাথে ২৫ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয়।
পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে, পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) হুমায়ুন কবীর, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন, বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের উপাধ্য মেসবাউল হক, প্যানেল মেয়র আবুল কালাম বকুলসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র অধ্য আককাস আলী অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, খেলার পরিচালক, খেলোয়াড়বৃন্দ এবং আয়োজক কমিটিসহ বিরামপুরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা যায়। তাই খেলাধুলার বিকল্প নেই।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি