বাংলাদেশ মহিলা পরিষদ পঞ্চগড় শাখার আহবায়ক কমিটি গঠন
চামেলি খন্দকারকে আহবায়ক এবং আক্তারুন নাহার সাকী ও শাহ নেওয়াজ রানীকে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ মহিলা পরিষদ পঞ্চগড় শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের অডিটোরিয়াম সংলগ্ন নাটকপাড়ার ভূমিজ কার্যালয়ে এক সভার মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়। শাহ নেওয়াজ রানীর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার, উপদেষ্টা ড. মারুফা বেগম, মনোয়ারা সামু, পঞ্চগড় জেলা পরিষদ সদস্য ও পরস্পর’র নির্বাহী পরিচালক আক্তারুন নাহার সাকী, নাসিমা হক মুন্নি, চামেলী খন্দকার, ফেরদৌস আরা বকুল প্রমূখ। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে ওই আহবায়ক কমিটি গঠন করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি