বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
বগুড়ার শেরপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কারিগরি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাস, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা প্রবাস জীবনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সেইসঙ্গে বয়স বাড়িয়ে জন্ম সনদ বানিয়ে প্রবাসে পাড়ি জমানো, দালালের মাধ্যমে প্রবাসে গিয়ে প্রতারিত না হওয়ার জন্য আহবান জানানো হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রবাস ফেরত নারী-পুরুষ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি