শিবগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক ভ্যান চালককে কুপিয়ে জখম করেছে দৃবৃত্তরা।
এ ঘটনায় আহত ফেরদাউস এর বড় ভাই ফরহাদ জানান, তালেব মিয়ার ছেলে নিরিহ ভ্যান চালক মাহবুবুর রহমান ফেরদৌস প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রয় করার প্রতিবাদ করলে মাদাসক্ত মাদক ব্যবসায়ী ময়দানহাট্টা গ্রামের আবু সুফিয়ানের ছেলে সোহেল শেখ উজ্জ্বল ও সহযোগি মোজাম এর ছেলে ময়দানহাট্টা প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী কাম দপ্তরী আল আমিন সহ তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ফেরদৌসকে পথরোধ করে এলোপাথারী রাম দা, বার্মিজ চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে। তার আত্ম চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এ ঘটনায় এলাকার সচেতন মহলের দাবী একজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী কিভাবে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এমন সমাজ বিরোধী কাজে লিপ্ত থাকে। তার খুঁটির জোর কোথায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তার বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম দেখতে পেয়ে চিকিৎসা সেবা প্রদান করে। এতে তার মাথায় গুরুতর আঘাতে ৪টি সেলাই ও দুই হাতে ধারালো চাকু দিয়ে এলোপাথারী ভাবে আঘাত করলে ক্ষত বিক্ষত হয়। এতে তার হাতে ৫টি ও ডান পায়ে ধারালো অস্ত্রদিয়ে কোপালে পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হলে পায়ে ৪টি সেলাই দিতে হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে আহত ফেরদাউস এর বড় ভাই ফরহাদ শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি