হত্যা না আত্মহত্যা, থানায় অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি আফছারাবাদ কলোনীতে গলায় ফাঁশ দিয়ে আব্দুল হামিদ (৬০) নামের এক বৃদ্ধর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার বিষয়ে নিয়ে এলাকায় চলছে নানান গুঞ্জন। এবিষয়ে নিহতর ছোট ভাই আব্দুল রহিম বাদী হয়ে মৃত বড় ভাই আব্দুল হামিদের স্ত্রী, ছেলে-ছেলেবউ, মেয়ে-জামাই ও শালিকা, ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি আফছারাবাদ কলোনির মৃত শাহার উদ্দিন মন্ডলের ছেলে নিহত আব্দুল হামিদ আফছারাবাদ কলোনীতে বসবাস করে আসছে। দীর্ঘদিন যাবৎ আব্দুল হামিদের স্ত্রী, ছেলে-মেয়ে জামাইয়েরা তার বাড়িঘর ও জায়গা-জমি তাদের নামে করে নেওয়ার জন্য ভয়ভীতি দিয়ে দিয়ে আসছে। এমনাবস্থায় তাদের চাপের মুখে মৃত আব্দুল হামিদ তার সব কিছু স্ত্রী ও ছেলে-মেয়ের নামে লিখে দেয়। পরবর্তীতে সব কিছু লিখে নেওয়ার পর স্ত্রী ছেলে-মেয়েদের অত্যাচার আরও বৃদ্ধি পায়। যার কারণে মৃত আব্দুল হামিদ পুনরায় নিজের বাড়িঘর ও জায়গা-জমি নিজ নাম ফিরোত চাই। তখন তার প্রতি তাদের অত্যাচারের পরিমাণ আরও বেড়ে যায়।
এরই জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৩ ডিসেম্বর শুক্রবার জুম্মা নামাজের পর দুপুর আড়াই টার দিকে আব্দুল হামিদকে স্ত্রী ছেলে-মেয়ে জামাই শালিকা মারধর করতে থাকে। এসময় নিজেকে বাঁচাতে আব্দুল হামিদ চিৎকার করতে থাকে। এসময় তার ছোট ভাই আব্দুল রহিমকে খবর দিলে সে এসে দেখতে পাই তার বড় ভাইয়ের মরদেহ বাড়ির নিচ তলায় শিড়ির নিচে পরে আছে। বাড়ির সবাই বলছে সে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে। এসময় মৃত আব্দুল হামিদের গলায় বৈদ্যুতিক তারের টানাটানির দাগ সহ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। পরে মরদেহের দাফন সম্পূর্ণ হয়।
ঘটনার দুইদিন পর মৃত আব্দুল হামিদের ছোট ভাই আব্দুল রহিম বাদী হয়ে বড়ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম, ছেলে সাদ্দাম হোসেন সহ তার স্ত্রী এবং মেয়ে জামাই ও শালিকাকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয় আক্তার খান বলেন, আব্দুল হামিদকে তার স্ত্রী ও ছেলে-মেয়েরা মেরে ফেলেছে। কেননা শুক্রবার ঘটনার দিন বেলা ১১ টার সময় আমার নিকট তিনি তার পরিবারের লোকজনের বিচার করে দেওয়ার জন্য আমার কাছে আসেন। এছাড়াও সকাল থেকে তার স্ত্রী ও ছেলে-মেয়েরা তাকে শারীরিক নির্যাতন করেছে এবং তার শরীরে বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখিয়ে ছিলো। তখন আমি তাকে থানায় অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেয়। পরে সেদিন বিকেল সাড়ে তিনটার খবর পাই হামিদ আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন, গত ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠিয়েছিলাম। পরে মৃত আব্দুল হামিদের ছোট ভাই আব্দুল রহিম বাদী হয়ে নিহতের স্ত্রী ছেলে-মেয়েদের বিরুদ্ধে অভিযোগ থানায় করেছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ