পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার উদ্যোগে সচেতনতা বৃদ্ধিকরণে পুতুল নাট্য প্রদর্শন
পুতুলের প্রতি শিশুদের আকর্ষণ চিরন্তন। শিশুদের জন্য চিত্তাকর্ষকভাবে পুতুল নাট্য প্রদর্শনের মাধ্যমে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিার্থীদের শিশু অধিকার ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিকরণে ব্যতিক্রমধর্মী পুতুল নাট্য প্রদর্শনের আয়োজন করা হয়। শনিবার (১৮ডিসেম্বর) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাপেট শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ। প্রাাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের “ভালো স্পর্শ-খারাপ স্পর্শ” বিষয়ে এবং মাধ্যমিক স্তরের শিার্থীদের বয়ঃসন্ধিকালীন সমস্যায় সচেতনতা বাড়াতে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের উদ্যোগে এই পাপেট শো আয়োজন করা হয়। পরবর্তীকালে অন্যান্য বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধিমূলক এই পাপেট শো প্রদর্শনের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের জন্য পুতুল নাট্যের মাধ্যমে পাঠ উপস্থাপন এবং ঝরে যাওয়া শিশুদের বিদ্যালয়মুখী করতে পল্লী উন্নয়ন একাডেমীর পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি