স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তীতে আকবরিয়া লিমিটেডের নানা আয়োজন
আকবরিয়া লিমিটেড দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন করে। এ উপলক্ষে শহরের দত্তবাড়ী বগুড়া ট্রেড সেন্টারে প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস জাতীয় পতাকায় সাজ সাজ রব, কেক কর্তন, উন্নতমানের খাবার পরিবেশন, র্যাফেল ড্র, বিষয় ভিত্তিক দেশাত্ববোধক গান পরিবেশন করে প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সদস্য ও প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মহান বিজয় দিবস এক গৌরবোজ্জ্বল দিন ঠিক সে অনুভূতিতে সকলেই এ অনুষ্ঠানে অংশগ্রহনে নিজেদেরকে গৌরবান্নিত মনে করেন।
অনুষ্ঠানের শুরুতে সুবর্ণ জয়ন্তীর কেক কাটা হয়। কেক কর্তন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অনেক রক্তের বিনিময়ে অর্জিত। আমাদের প্রাপ্তির তালিকা বেশ বড়, সমৃদ্ধ, গৌরবময়। এ সময়ে আর্থ সামাজিক উন্নতি এবং মানুষের যাপিত জীবনে ব্যাপক উন্নতি হয়েছে। শুধু বার্ষিক অর্থ বছরের বাজেট বেড়েছে ৭৬৭ গুণ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ পেয়েছি আর তার কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। ৫০ বছরে আধুনিক কৃষি, তৈরি পোশাক, দারিদ্র্যতা দূরীকরণ, অর্থনীতি, রেমিট্যান্স, গড় আয়ু, আমদানি, রফতানি, রিজার্ভ, মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধির হার, নারী শিক্ষা, কলকারখানায় উৎপাদনসহ অনেক সূচকে এখন বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে। সামাজিক অনেক সূচকে বাংলাদেশ পাশের দেশ ভারত, পাকিস্তানের চেয়ে এগিয়ে।
তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে নি¤œআয়ের দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে আসছে। বাংলাদেশ এখন আপন দতায় স্বনির্ভর উন্নয়নশীল দেশের মর্যাদায় ভূষিত। গত একযুগে বদলে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন এক দ্রুত উন্নয়নশীল বিকাশমান অর্থনীতির রাষ্ট্র।
এসময় উপস্থিত ছিলেন আকবরিয়া লিমিটেডের ডিএমডি শাহ নুর ইসলাম, সিটিও এন্ড বিজনেস এনালিস্ট আন্দালিবুর রহমান, সিএমও ইকবাল নুর, হেড অব সেলস রমজান হোসেন, ডিজিএম মনতোষ কান্তি দাস, ডিজিএম আমিরুল ইসলাম আখি, জিল্লুর রহমান, আলমগীর হোসেন, এজিএম আলামিন, শামীম তালুকদার, জুনিয়র পার্সেস কো-অর্ডিনেটর আদনানুল ইসলাম, এইচ আর আনোয়ারুল হক, বাবুল ইউনুস, ইমরান হোসেন, ইন্টারনাল অডিটোর হোসাইন মো. শাহাদৎসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি