নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার ইন্তেকাল
বগুড়ার নন্দীগ্রামে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি ফেরদৌস আলম অসুস্থজনিত কারণে গত বুধবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি.....রাজেউন)। তার বয়স হয়েছিলো ৪৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি মনসুর হোসেন ডিগ্রী কলেজের অফিস সহায়ক ছিলেন। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার গুছন গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মখলেছুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেদী হাসান মাফু, সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল হক মাস্টার, মনসুর হোসেন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুয়ারা খাতুন, সহকারি অধ্যাপক জুলফিকার আলী, প্রভাষক মোকছেদুল মোমিন, প্রভাষক মাহাবুর রহমান। পৃথক বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: