নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে ৪টি গরু মারার অভিযোগ
বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে ৪টি গরু মারার অভিযোগ উঠেছে। শনিবার রাত আনুমানিক ৯ টারদিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে ঘটনাটি ঘটে।
থানা সূত্রে জানা গেছে, সরিষাবাদ গ্রামের মোস্তফা আলী শনিবার সন্ধ্যায় তার ছোটবড় ৬টি গরু গোয়ালে তুলে রাখে। পরে গরুগুলো ছটফট শুরু করে। এতে সাথে সাথে একটি গরু মারা যায়। তখন একজন পশু চিকিৎসক এনে প্রাথমিক চিকিৎসা করে। এরপরে আরো ৩টি গরু মারা গেছে।
মোস্তফা আলী অভিযোগ করে বলেন, কেবাকাহারা আমার গরুগুলোকে শত্রুতামূলকভাবে গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে মেরে ফেলে। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে গরু মেরে ফেলার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নদীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: