শিবগঞ্জে বিজয় দিবস অনুষ্ঠানে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত, আটক ২
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতি অনুষ্ঠান চলাকালে বসার জায়গা নিয়ে বাকবিন্ডতায় এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানার মামলা সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ ই ডিসেম্বর শনিবার রাত ৮টায় অনুষ্ঠান চলাকালীন সময় শিবগঞ্জ সদর ইউনিয়নের চাঁদনিয়া শিবগঞ্জ গ্রামের হাসানুর রহমান রানার বখাটে ছেলে সাদি ও তার সহপাঠী জিসান ক্ষিপ্ত হয়ে শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর গ্রামের পত্রিকা বিক্রেতা শাহীনুর রহমান শাহিন এর ছেলে মিস্টারকে ছুরিকাঘাত করে। মিস্টার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। মুমুর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার বুকে ও পেটের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সে মুর্মুষূ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে পত্রিকা বিক্রেতা শাহিন প্রাং বলেন, আমার ছেলে সহ তার সঙ্গীয়রা রাতে অনুষ্ঠান দেখতে যায়। সেখানে সাদি ও জিসান এর সাথে বসার জায়গা নিয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত সাদি ও জিসান সহ তার সঙ্গীরা আমার ছেলের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় আমি শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত সাদি ও জিসান কে রাতেই গ্রেফতার করা হয়েছে। মামলা মূলে তাদেরকে বগুড়া জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ