বিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
জীবন একটাই তাকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন' স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ড শিমুলতলী মহল্লায় মাদকদ্রব্য নির্মূল কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার মুক্তা, পৌর যুবলীগের সভাপতি অহেদুল ইসলাম অদু, বিরামপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক সভাপতি আকরাম হোসেন, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, প্রাক্তন মেম্বার মোয়াজ্জেম হোসেন, শিমুলতলী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার মহন্ত, শিমুলতলী পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি রবিউল ইসলাম দেওয়ান খোকন, মসজিদের ইমাম আনোয়ার হোসেন, সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি খায়রুল আলম রাজু তাঁর বক্তব্যর মধ্যে বলেন, "আমি প্রশাসনের কাছে মাদকসেবীর পক্ষে কোন প্রকার সুপারিশ করিনা। একজন মাদকসেবী তাঁর পরিবারকে ধ্বংস করে। আপনারাই পারবেন সমাজটাকে সুসভ্য করে গড়ে তুলতে। আপনাদের সহযোগিতাতে এলাকা থেকে মাদক নির্মূল সম্ভব। কখনওই আইন হাতে তুলে নিবেননা। আজকের তৈরি এই কমিটি যেন শক্তিশালী অবস্থান নিয়ে কাজ করে। বক্তব্য শেষে চেয়ারম্যান রাজু মাননীয় সাংসদ শিবলী সাদিকের বরাদ্দ থেকে মাদক নির্মূল কমিটির অফিস পরিচালনার জন্য ৩০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন"।
পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী তাঁর বক্তব্যে বলেন, "প্রথমে মাদক ব্যবসায়ী ও সেবীদের চিহ্নিত করে তালিকা তৈরি করবেন। তাদের রিমাইন্ডার দিবেন, আটকায়ে ব্লক দিবেন, ফোনে তাদের ছবি তুলবেন৷ তাদের মালামাল প্রমাণ সহ ধরে আইনের লোকদের ডাকবেন কিন্তু আইন হাতে তুলে নিবেন না। মাদক বিক্রেতা ও মাদকসেবী কাউকেই কমিটিতে রাখবেন না এমনকি তাঁর আত্মীয়কেও কমিটিতে রাখবেন না। নির্ভেজাল লোককে কমিটিতে রাখবেন। মাদক নির্মূল কমিটি আপনারা মনোবল হারাবেন না। আমি আপনাদের প্রতিনিধি চব্বিশ ঘণ্টায় অন আছি"। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুর আলম নাল্টু। এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেনকে সভাপতি ও মাহবুর আলম নাল্টুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। সভা শেষে শিমুলতলী মহল্লার ৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে ছাতা উপহার দেয়া হয়।

বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি