পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু, কাজে নামতে পারছে না শ্রমজীবি মানুষরা
শীতকাল আসতেই হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কমতে শুরু করেছে সর্বোচ্চ তাপমাত্রাও। গত শনিবার তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার তা কমে রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমে এই মাসের শেষের দিকে এই অঞ্চলে মাঝারী শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
মৃদু শৈতপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চরম দূর্ভোগে পড়েছে শ্রমজীবি খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো। সকালে তীব্র শীত অনুভূত হওয়ায় কাজে যেতে পারছে না শ্রমজীবী মানুষগুলো। এরপরেও পরিবারের সদস্যদের দু’বেলা খাবার আর কিস্তির টানে তীব্র শীত উপেক্ষা করেই কাজে নামছে তারা। রোববার সন্ধ্যার পর থেকেই তেমনটা কুয়াশা নজরে আসলেও শেষ রাতে মাঝারী ধরণের কুয়াশায় ঢেকে যায় বিস্তৃর্ণ এলাকা। কুয়াশা ভেদ করে গতকাল সোমবার সকাল সাতটার পরই সূর্যের দেখা মেলে। এ সময়টাতে উত্তরের কনকনে শীতল হাওয়া প্রবাহিত হওয়ায় সূর্য খুব কমই উত্তাপ ছড়ায়। দিনভর সূর্য পূর্ণ উত্তাপ নিয়ে থাকলেও কিছুক্ষণ পর পরই উত্তরের হাওয়া প্রবাহিত হওয়ায় অনেককেই ঠায় রোদে দাড়িয়ে থেকে শরীর গরম করার চেষ্টা করতে দেখা গেছে। আর সন্ধ্যা নামতেই গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতে খড়কুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে শীতার্ত মানুষগুলোকে।
পঞ্চগড় জেলায় সরকারিভাবে এখন পর্যন্ত ২১ হাজার ৬শ শীতবস্ত্র ও নগদ ৮ লাখ টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। নগদ টাকায় আরও ২ হাজার কম্বল ক্রয় করা হয়েছে। যা ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ের বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে নব নির্বাচিত চেয়ারম্যান-সদস্যরা দায়িত্ব গ্রহণ না করায় এসব শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ শুরু হয়নি। আরও শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। এদিকে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তি ও স্বেচ্ছাসেবি সংগঠন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তবে তা গত বছরের চেয়ে অনেক কম।
তেতঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, উত্তরদিক থেকে হিমালেয়ের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে। সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রী রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কমে এই মাসের শেষের দিকে এই অঞ্চলে মাঝারী শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে তিনি জানান।

পঞ্চগড় প্রতিনিধি