কাহালুতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন
পাতান্জো সততা যুব সংগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
সোমবার বগুড়ার কাহালু উপজেলা পাতান্জো তিনমাথা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করেন উদ্বোধক কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি। তিনি বলেন, ফুটবল খেলা বাঙালিদের ঐতিহ্যের খেলা। ঝিমিয়ে পড়া ফুটবলকে প্রাণবন্ত করতে ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলায় ব্যাক্তিগতভাবে কাজ শুরু করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। যেখানে বাংলাদশে উন্নয়নের রোল মডলে, সেখানে ফুটবলের এমন দৈন্য কোনোভাবে মানা যায় না। আমরা আশি করি সবার সম্মলিতি প্রচষ্টোয় আমাদের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবো। একদিন বাংলাদেশের ফুটবল বিশ্বে সম্মানজনক একটি স্থান করবে।
বিশেষ অতিথি কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইউনুস আলী টনি, কাহালু উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো: গোলাম ফেরদৌস, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন সম্পাদক, জাহিদুল ইসলাম জাহিদ, আবু রায়হান সবুজ, আবু সাফির মেহেদী হাসান নাঈম। সভাপতিত্ব করেন পাতান্জো সততা যুব সংগের সভাপতি আবু সাঈদ খুদরী। খেলায় অংশ গ্রহণ করবে আল আমিন ক্রীড়া চক্র বগুড়া সদর ও সোনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি।

প্রেস বিজ্ঞপ্তি