শিবগঞ্জে দূর্বৃত্ত কর্তৃক ওয়াক্ফ এস্টেটের জায়গার গাছ কর্তন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার জুড়ি বিলপাড়া গ্রামের ওয়াক্ফ এস্টেটের ( পিরপাল পাঁচপির মাজারের) সম্পত্তির উপর রোপনকৃত গাছ দূর্বৃত্তরা কর্তৃক জোরপূর্বক কাটার ঘটনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের জুড়িবিলপাড়া গ্রামের মৃত: ঠান্ডা মিয়া এর ছেলে হেলাল উদ্দিন ওয়াক্ফ এস্টেটের ১৫১৮২ নং ইসি পিরপাল পাঁচপির মাজার এর মোতাওয়াল্লি মনোনিত হন। তার তত্ত্বাবধানে মাজারের যাবতীয় হিসাব নিকাশ ও উন্নয়ন মূল কাজের দায়িত্ব পালন করে আসছেন। ওয়াক্ফ এস্টেটের সম্পত্তিতে মাজার চত্বরে প্রায় ৬০/৬৫ টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনোজ গাছ রয়েছে। একপর্যায়ে গত ১৯ ডিসেম্বর প্রতিপক্ষ মৃত: তসশেখ এর ছেলে মোঃ সেকেন্দার আলী (৬০), মৃত: আজিজার রহমান, মোঃ কুদ্দুস মেম্বার (৫০), মোঃ খয়বর আলী’র ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫৭) সহ ১০/১২ জনের সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিত ভাবে জোরপূর্বক গাছগুলি কাটতে থাকে। এ সময় হেলাল সহ তার লোকজন বাঁধা দিলে প্রতিপক্ষরা মারপিট সহ খুনজখমের ভয়-ভীতি প্রদান করে পালিয়ে যায়।
এব্যাপারে ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি হেলাল বলেন, প্রতিপক্ষ সেকেন্দার আলী সহ তার লোকজন ওয়াক্ফ সম্পত্তির ৫/৬ টি গাছ জোরপূর্বক কেটে ফেলেছে। তারা গাছগুলি নিয়ে যেতে না পরায় ক্ষিপ্ত হয়ে বলেন, যে কোন সময় মাজারের গাছগুলি কেটে নিয়ে যাবে। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ