শিবগঞ্জে অবৈধ সেচ পাম্প অপসারণের দাবীতে মানব বন্ধন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের চককানু গ্রামে সরকারি লাইসেন্স প্রাপ্ত, লাইসেন্স নং- ৫৩৫, গভীর নলকূপের স্কীমের মধ্যে অবৈধ ভাবে অগভীর নলকূপের মাধ্যমে সেচ প্রদান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতিকার না পেয়ে সোমবার সেচ পাম্প এলাকায় মানব বন্ধন করেছে ভুক্তভোগী কৃষক ও সেচ পাম্প মালিক।
জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের চককানু গ্রামের মৃত: হাজী আব্দুর রহিম উদ্দিন মন্ডল এর ছেলে আব্দুল হান্নান সরকারি বিধি মোতাবেক উপজেলা সেচ কমিটির অনুমতি ক্রমে সরকারি লাইসেন্স প্রাপ্ত হয়ে রামকান্দি মৌজায় সেচ পাম্প স্থাপন করে সেচ কার্য পরিচালনা করে আসছেন। বর্তমানে আলু মৌসুমে সেচ কার্য পরিচালনা করার সময় এক সপ্তাহ পূর্বে একই এলাকার মৃত: মনছের আলী প্রাং এর ছেলে আব্দুল কাদের প্রাং ও মৃত: অছির উদ্দিন প্রাং এর ছেলে আব্দুল বাছেদ প্রাং জোরপূর্বক অবৈধ ভাবে একটি অগভীর নলকূপ স্থাপন করে সেচ কার্য পরিচালনা করছে। যা সরকারি বিধি বহিরভূত ও বে-আইনী।
এব্যাপারে ভুক্তভোগী কৃষকরা বলেন, অগভীর নলকূপের সেচ খচর তুলনা মূলক বেশি হওয়ায় আমরা দীর্ঘদিন যাবৎ আব্দুল হান্নান এর বিদ্যুৎ চালিত সরকারি অনুমোদন প্রাপ্ত গভীর সেচ পাম্প থেকে অপেক্ষা কম খরচে সেচ দিয়ে আসছি। জোরপূর্বক আব্দুল কাদের, আব্দুল হান্নান এর স্কীমের মধ্যে সেচ পরিচালনা করে জোরপূবর্ক বেশী টাকা দায়র করছে।
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানায়েছে মানববন্ধনকারীরা।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ