শুভ জন্মদিন প্রিয় শিক্ষক, চপল সাহা
খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তাকে, আপন করে নেওয়ার আর সকলের পাশে থাকার অনন্য শক্তি রয়েছে তার মাঝে। সাংবাদিকতা জগতের একটি আদর্শ বাতিঘর আর সুবিশাল জ্ঞানবৃক্ষের অনন্য মানুষ তিনি। তাঁর সহমর্মিতার হাত সব সময় সবার জন্য প্রসারিত থাকে। তিনি সকলের পরম শ্রদ্ধেয় চপল সাহা স্যার। আজ এই প্রিয় মানুষটির জন্মদিন। এটিএন নিউজের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান ও জার্নালবিডি২৪.কম এর সম্পাদক হিসেবে দায়িত্বরত হাসিমুখের এই মানুষটির কাছে থেকে শুধু পেশাগত দিক দিয়ে এগিয়ে যাওয়ার নয় জীবনে মানুষের মতো মানুষ হয়ে এগিয়ে যাওয়ার যে শিক্ষা পাচ্ছি প্রতিনিয়ত তা অতুলনীয়।
আজকের এই শুভ দিনে শ্রদ্ধায় ভালোবাসায় অভিনন্দন রইলো আপনার জন্য। জীবনের প্রতিটি ক্ষণ হয়ে উঠুক আনন্দময়। বিপদ মুক্ত হোক আপনার চলার পথ। আপনার দীর্ঘায়ু যেনো আমাদের আয়ূক্ষণকে দীর্ঘায়িত করে। আপনার স্নেহ ছায়ায় যেনো অনেক বছর পথ চলা হয় আমাদের। আমরা আপনাকে শিক্ষক রূপে পিতার মতো একজন অভিভাবক হিসেবে পেয়েছি সবসময়। আপনার উদারতার স্পর্শে আমরা প্রতিনিয়ত বিনয়ী হয়ে ওঠার শিক্ষা পাই। আমাদেরকে ভালোবাসা দেয়ার জন্য – স্নেহ দেয়ার জন্য, শত কৃতজ্ঞতা আপনার প্রতি। শুভ জন্মদিন, প্রিয় শিক্ষক – শুভ জন্মদিন।
----সুমনা লিমা

সুমনা লিমা