বগুড়ার শেরপুরে পূবালী ব্যাংকের ৪৮৭তম শাখা উদ্বোধন
বগুড়ার শেরপুরে পূবালী ব্যাংকের ৪৮৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ধুনটমোড় এলাকায় অবস্থিত ওই শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চলের প্রধান মো. হাসান ইমাম।
অত্র শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সহকারি মহা-ব্যবস্থাপক মো. সালামুজ্জামান, বগুড়া শাখার ব্যবস্থাপক তানভীর সামস্ চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরু, আসাদুজ্জামান আসাদ, ফারুক হোসেন সাংবাদিক আব্দুল মান্নান প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপ-মহাব্যবস্থাপক মো. হাসান ইমাম বলেন, পূবালী ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম সেবা ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। বিশ^ায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে গ্রাহকসেবা প্রদানের বিকল্প নেই।
তিনি আরও বলেন, এই এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে পূবালী ব্যাংক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। সে লক্ষ্য নিয়েই শেরপুর উপজেলায় ব্যাংকটি শাখা উদ্বোধন করেছে। আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য এলাকার ব্যবসায়ীসহ সব শ্রেণীপেশার মানুষের প্রতি আহবান জানান। তিনি ব্যাংকের এই শাখার কার্যক্রমকে সাফল্য মন্ডিত করে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি