বিরামপুরে বড়দিন উদযাপন উপলক্ষে জি-আর চালের ডিও বিতরণ
দিনাজপুরের বিরামপুরে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বড়দিন ২০২১ উদযাপণ উপলক্ষে জি,আর চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম।
উপজেলা অ্যাকাডেমীক সুপার ভাইজার আব্দুস সালাম এঁর সঞ্চালনায় উপজেলা প্রশাসন, বিরামপুর দিনাজপুর আয়োজিত জি,আর চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাওছার আলি, উপজেলা আদিবাসি সমিতির সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান চিত্য রঞ্জন পাহান, বিরামপুর প্রেসক্লাব সভাপতি ড. নূরল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম উপস্থিত খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বড়দিনের অনুষ্ঠানে মাদক পান না করার শিক্ষা নিয়ে অর্থনৈতিক অপচয় রোধে সবায়কে এগিয়ে আসার আহবান জানান।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলি জানান,খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব পালনের জন্য অত্র বিরামপুর উপজেলায় ৫১ টি গীর্জার প্রত্যেকটির জন্য জি, আর প্রকল্পের (৫'শ) পাঁচশত কেজি চাল বিতরণ করা হবে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি