শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মতাকে সংবর্ধনা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি ও মহাস্থান মর্নিং সান কেজি স্কুল এর পরিচালক হোসাইন শরীফ সঞ্চয় এর পক্ষে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার টি.এম আব্দুল হামিদ কে তার কার্যালয়ে যোগদান করায় শিবগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পুস্পস্তবক প্রদান করে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আলোর মেলা আদর্শ কেজি স্কুল এর পরিচালক দুলালুর রহমান দুলাল, গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল এর পরিচালক সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, সহ সাধারণ সম্পাদক ও পিবর গ্লোবাল মডেল স্কুল এর পরিচালক শফিক সরদার, মোকামতলা এম.এইচ মডেল স্কুল এর পরিচালক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সুইন, মহাস্থান মর্নিং সান কেজি স্কুল এর প্রধান শিক্ষক ও কোষাধক্ষ্য মোঃ হাফিজার রহমান প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি