পঞ্চগড় সদর উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় সদর উপজেলাধীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাব ও স্কাউট দল গঠন নিশ্চিত হওয়ায় শতভাগ উদযাপন আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপন উদ্বোধন করে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। পতাকা উত্তোলন শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমূখ।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, আজ পঞ্চগড় সদর উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা করা হলো। এর আগে দেবীগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শতভাগ স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় চলতি ডিসেম্বরের মধ্যে তেঁতুলিয়া, আটোয়ারী ও বোদা উপজেলাকে শতভাগ স্কাউস উপজেলা হিসেবে করা হবে।

পঞ্চগড় প্রতিনিধি