পঞ্চগড়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শণী উদ্বোধন
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চগড়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শণীর উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি মো. ওরম ফারুক।
কেন্দ্রীয় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য নাঈমুজ্জামান মুক্তার সহযোগিতায় ওই প্রদর্শণীর আয়োজন করে পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমের সঞ্চালনায় প্রদর্শণীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল ইসলাম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, পঞ্চগড়ের জ্যৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। পরে বিএফইউজে নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামের দূর্লভ আলোকচিত্র প্রদর্শণী পরিদর্শন করেন। এসময় পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দিনাজপুর থেকে বিএফইউজে নেতৃবৃন্দ পঞ্চগড়ে এসে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন করেন। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পঞ্চগড় প্রতিনিধি