শেরপুরে আদিবাসীদের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা-ভাঙচুরের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বগুড়ার শেরপুরে আদিবাসীদের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা-ভাঙচুরের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও ক্ষেতমজুর সমিতির স্থানীয় উপজেলা শাখার উদ্যোগে দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
ক্ষেতমজুর সমিতির শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই ঘোষের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, উপজেলা কমিটির সভাপতি হরিশংকর সাহা, বগুড়া কৃষক সমিতির সভাপতি সন্তোষ কুমার পাল, আদিবাসী আদিবাসী ইউনিয়নের শ্রী-কান্ত মাহাতো, সন্তোষ সিং, জান মাহাতো, কমল সিং, মো. আলম, আব্দুস ছালাম প্রমূখ।
ঘন্টাব্যাপি চলা কর্মসূচিতে বক্তারা বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই। সরকারি খাস জমির উপর কোন রকমে বসবাস করে আসছেন। কিন্তু সেখানেও সমস্যা। প্রভাবশালী ভূমিদস্যুদের রোষানলে পড়ছেন তারা। এরই ধারাবাহিকতায় বিগত ১৫ডিসেম্বর শেরপুর উপজেলার মিজাপুর পুরাতন হাটখোলা এলাকাস্থ আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাদের উচ্ছেদ করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওই হামলা-ভাঙচুর চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনার তীব্র ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এই সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুতমম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি