গাবতলীর মহিষাবানে নৌকা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত
বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২১ডিসেম্বার/২১ মঙ্গলবার রাতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকিউল হাসান শাপলা’র নৌকা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন।
নৌকা মার্কা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজার রহমান টোনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকিউল হাসান শাপলা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের এাণ ও সমবায় সম্পাদক আব্দুল লতিফ, সদস্য বজলার রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি নিকুঞ্জ কুমার পাল, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজার রহমান ওদু, স্থানীয় বুলবুল মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী, সমর্থকবৃন্দ।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি