গাবতলীর মহিষাবানে চেয়ারম্যান প্রার্থী আমিনুলের নির্বাচনী সভা অনুষ্ঠিত
বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত মঙ্গলবার রাতে স্থানীয় গুড়টুপনগর গ্রামে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আমিনুল ইসলামের মোটর সাইকেল মার্কার নির্বাচনী অফিস উদ্ধোধন শেষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাজসেবক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আমিনুল ইসলাম (মোটর সাইকেল মার্কা)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোত্তাজুল ইসলাম, শাহাদৎ হোসেন, আবু তাহের, রুবেল মিয়া, উজ্জল হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আমিনুল ইসলাম (মোটর সাইকেল মার্কা) বিপুল সংখ্যক কর্মী-সমর্থকবৃন্দ। চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আমিনুল ইসলাম বক্তব্যে বলেন, যে ভাবে ভোটারদের সাড়া পাচ্ছি মহান আল্লাহ তায়ালার রহমতে আমাদের বিজয় সুনিশ্চিত। পরিশেষে তিনি (আমিনুল) ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে তাঁর কর্মী-সমর্থকদের প্রতি আহবান জানান।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি